তৃতীয় পরিচ্ছেদ রাজকাৰ্য্যে পূৰ্ব্বে বলা হইয়াছে যে, মুরশিদাবাদে বাঙ্গালার রাজধানী স্থানান্তরিত হইলে ঢাকা নগরী জনৈক ডিপুটী নাজিমের শাসনে অৰ্পিত হয় । মুরশিদকুলী খাঁর সময় যে ব্যক্তি এই পদে নিযুক্ত ছিলেন র্তাহার নাম লতিফুল্লা। ১৭২৫ খৃষ্টাব্দে উড়িষ্যা প্রদেশের শাসনকৰ্ত্ত সুজার্থ। বাঙ্গালার নাজিমি পদ লাভ করিয়া মহম্মদ তকি খা নামক জনৈক মুসলমানকে উড়িষ্যার শাসনকর্তৃপদে নিযুক্ত করেন। ১৭৩৪ খৃষ্টাব্দে মহম্মদ তকি খ৷ কালগ্রাসে পতিত হইলে লতিফুল্লা ঐ পদ প্রাপ্ত হন। এই সময় নবাব সুজা খাঁ পুত্র সরফরাজ খাকে ঢাকা বিভাগের শাসন কর্তৃত্বে নিযুক্ত করিয়া গালিব আলি নামক এক ব্যক্তিকে তাহার প্রতিনিধি স্বরূপ ঢাকায় প্রেরণ করেন এবং জামাতা মুরাদ আলি নাওয়ার বিভাগের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। মুরশিদকুলী খাঁর সময় বাঙ্গালার রাজধানী রশিদাবাদে স্থানান্তরিত হইল বটে, কিন্তু নাওয়ার বিভাগ ঢাকা নগরীতেই অবস্থিত রহিল। যে ব্যক্তি ঐ বিভাগের অধ্যক্ষপদে নিযুক্ত হইতেন, তাহাকে ঢাকানগরীতে অবস্থান করিয়া পদোচিত কাৰ্য্য মিৰ্ব্বাহ করিতে হইত। যে সময় মুরাদ আলি নাওয়ার বিভাগের অধ্যক্ষপদ লাভ করিয়া ঢাকানগরীতে পদার্পণ করেন, তৎকালে রাজবল্লভ ঐ বিভাগের জমানবীসের ( accountant ) পদে নিযুক্ত ছিলেন। ১৭৩৮ খৃষ্টাবে
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।