( to ) সৰ্ব্ব প্রথমে জগৎশেঠের প্রতি অনুজ্ঞা প্রচার করিলেন যে, এক ঘণ্টা মধ্যে পাঁচ লক্ষ টাকা না দিলে তাহাকে ছুই বৎসর কাল কারাদও ভোগ করিতে হইবে । জগৎশেঠ উপায়ান্তর অভাবে আদিষ্ট অর্থ প্রদান করিয়া অব্যাহতি লাভ করিলেন। অনন্তর ভাগ্য মুদীর প্রতি চারি লক্ষ টাকা প্রদান করিবার নিমিত্ত ঐরুপ কঠোর আদেশ প্রচারিত হইল। ভাগ্য মুর্দীও অবিলম্বে ঐ টাকা প্রদান করিল। এইরূপ কৌশল অবলম্বন করিয়া রাজবল্লভ সেই দিবস মধ্যান্ত্রের পূর্কে ধনবান ব্যক্তিগণের নিকট হইতে ক্রমে সৰ্ব্বশুদ্ধ ২৬ লক্ষ টাকা সংগ্ৰহ করিয়া জগৎশেঠের অভ্যালয়ে প্রত্যাবৃত্ত হইলেন। জগৎশেঠ রাজবল্লভকে দেখিবামাত্র তৎপ্রতি কঠোর ব্যবহারের নিমিত্ত অনুযোগ করিলে রাজবল্লভ প্রত্যুত্তরে বলিলেন, আপনি ধনাধ্যক্ষ পদে নিযুক্ত আছেন ; অতএব সৰ্ব্বাগ্রে আপনার নিকট হইতে টাকা সংগ্রহের চেষ্টা না করিয়া অন্তের নিকট হইতে টাকা সংগ্ৰহ করিলে অন্তায় করা হইত। আমি যে টাকা সংগ্ৰহ করিয়াছি তাহা হইতে তের লক্ষ টাকা দিল্লিতে প্রেরণ করিবেন ; অবশিষ্ট্র টাকা হইতে আপনার প্রদত্ত পাচ লক্ষ টাকা প্রথমতঃ পরিশোধ গ্রহণ করিবেন, এবং নবাব সাহেবকে বলিবেন, যাহাদিগের নিকট হইম্ভে টাকা সংগ্ৰহ করিয়া উপস্থিত বিপদ হইতে মুক্তিলাভ করা হইয়াছে, র্তাহাদের প্রদত্ত অর্থ যেন ক্রমে পরিশোধ করা হয়। নবাব রাজবল্লভের কৌশলে এত প্রীত হইয়াছিলেন যে, অবিলম্বে র্তাহাকে দেওয়ানি পদে নিযুক্ত করিয়া রাজ উপাধি প্রদান করিলেন । শ্ৰীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ ১২৮৯ সনের বান্ধব নামক মাসিক পত্রিকায় রাজবল্লভ সম্বন্ধীয় ৰে প্ৰবন্ধ প্রচার-করিয়াছেন, তাহাতে লিখিত আছে, যে রাজবল্লভ প্রথমতঃ পৈত্রিক প্রভু বস্তুদিগের আশ্রয়ে থাকিয়া পারস্য ভাষা শিক্ষা করেন ; তৎপর তিনি মুরশিদাবাদ যাইয় জগৎশেঠের সরকারে এক মোহরের কার্য্যে নিযুক্ত হন এবং পরে
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।