পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( th ) দুৰ্যোগক্রমে নবাব সরকারে প্রবেশ লাভ করেন। ১৬৫১ শকাবো पूबान आणि छांकांद्र नवाब श्ब्रt cथब्रिङ इन, cगरे गयञ्च ब्रांजवल्लङ তাহার সহিত নাওয়ার মহালের পেস্কার হইয়া আসেন (১) । মহারাজের উত্তরপুরুষ শ্ৰীমুক্ত বাবু প্রতাপচন্দ্র সেন মহাশয়ের নিকট যে হস্তলিখিত পুস্তক প্রাপ্ত হওয়া গিয়াছে, তাহাতে লিখিত আছে যে, রাজবল্লভ অতি অল্প বয়সে নবাব সরকারে কার্য্য লাভ করেন এবং অতি অল্পকাল মধ্যে স্বীয় প্রতিভাবলে উচ্চ রাজকাৰ্য্যে উন্নীত হন। কোন সময় তিনি মিকাশ প্রদান করিবার নিমিত্ত ঢাকা হইতে মুরশিদাবাদে গিয়াছিলেন । ঐ সময় তিনি যে স্থলে অবস্থান করিতেন তাহার সন্নিকটে এক মুনীর দোকান অবস্থিত ছিল । একদা রাত্রি প্রায় দ্বিপ্রহরের সময় নবাবের জনৈক খানসামা ঐ দোকানে আগমন করে। মুদী ও রাজবল্লভ তৎকালে স্ব স্ব গৃহের দ্বার রুদ্ধ করিয়া নিদ্রাগত ছিলেন। থানসাম মুজীকে জাগরিত করিবার উদ্দেশ্যে দোকান ঘরের কবাটে পুনঃ পুনঃ সবলে আঘাত করিতে থাকে ; তাহাতে রাজবল্লভ ७ भूौ उडछब्रहे निजाउन श्छ ५द२ उडब शाह खेबांकन शूलंक বহির্গত হন। খানসামা মুদীকে দেখিবামাত্র তাহার নিকট এক সের চুণ ক্রয় করিবার প্রস্তাব করে। রাজবল্লভ ঐ খানসামাকে পূৰ্ব্ব হইতেই চিনিতেন। গভীর নিশিথে এত অধিক পরিমাণ চুণের প্রয়োজনীয়তা র্তাহার নিকট কিয়ুৎপরিমাণে অস্বাভাবিক বোধ হইল। তিনি খানসামার নিকট জিজ্ঞাসা করিয়া জানিলেন যে, নবাবের আদেশক্রমেই সে ঐ চুণ ক্রয় করিতে আসিয়াছে। রাজবল্লভ স্থির করিলেন, নিশ্চয়ই খানসাম কোন কারণে নবাবের অপ্রতিভাজন হইয়াছে এবং তিনি । এই চুণ দ্বারা তাহাকে সমুচিত শিক্ষা প্রদানের সংকল্প করিয়াছেন। (১) ১২৮৯ সমের বান্ধব, ৭৬ পৃঃ