( ew ) অনন্তর রাজবল্লভ খানসাকে বলিলেন, এই স্থূর্ণ নিশ্চয়ই তোমাকে উদরপাৎ করিতে হইরে, অতএব যদি জীবন রক্ষা করিতে অভিলাষ থাকে, তবে উদর পূর্ণ করিয়া ভৈল পান করতঃ মবাবের পরিধানে গমন করিও। খানসাম রাজবল্লভের উপদেশ অনুসারে মুনীর দোকাম হইতে প্রচুর পরিমাণে ভৈল পান করিয়৷ উদর পূর্ণ করিল। পশ্চাৎ আদিষ্ট পরিমাণ ক্রর করিয়া নবাব সমীপে উপস্থিত হইল। রাজবল্লভ বাহা ৰলিয়াছিলেন কাৰ্য্যতঃ তাহাই সংঘটিত হইল। খানসাম চুণসহ নবাবের সমীপন্থ হইবামাত্র তিনি তাহাকে সমস্ত চুণ তৎক্ষণাৎ উদৱসাৎ করিবার আদেশ প্রদান করিলেন। খানসাম ইতিপূৰ্ব্বে নৰাবের নিমিত্ত যে তাম্বুল প্রস্তুত করিয়াছিল, তাহাতে চূণের মাত্রা কিঞ্চিৎ অধিক হইয়াছিল, নবাব এ নিমিত্ত ক্রুদ্ধ হইয়া তৎপ্রতি ঐ কঠোর আদেশ প্রদান করিলেন। অচিরে নবাবের আদেশ প্রতিপালিত হইল ; কিন্তু খানসামার উদর তৈলে পরিপূর্ণ ছিল বলিয়া তাহার কোন অনিষ্ট সংঘটিত হইল না। নবাব মনে করিয়াছিলেন চূৰ্ণ উদরসাং হওয়া মাত্রেই খানসাম পঞ্চস্থ প্রাপ্ত হইবে ; এক্ষেত্রে বিপরীত ফল দৃষ্টি করিয়া নবাৰ কিঞ্চিৎ বিস্মিত হইলেন এবং খানসামার নিকট জিজ্ঞাসা করিয়া জানিলেন যে, রাজবল্লভ সেন নামক জনৈক রাজকৰ্ম্মচারীর উপদেশ অনুসারে তৈল পান করিয়া সে আসন্ন মৃত্যু হইতে রক্ষা পাইছে। ইতিপূৰ্ব্বে নবাৰ রাজবল্লভের নাম গুনিয়াছিলেন ; এই ঘটনায় তিনি মনে মনে রাজবল্লভের বুদ্ধির প্রশংসা করিলেন। পর দিন রাজবল্লভ দরবারে উপস্থিত হইয়া অতি নিপুণতার সহিত নিকাশ বুঝাইয় দিলেন। ইহাতে নবাব এত সন্তোষ লাভ করিলেন যে, অবিলম্বে উহাকে রাজোপাধি প্রদান করিয়া উচ্চ রাজকাৰ্য্যে নিযুক্ত করিলেন,(১) । । (s) भूप्साङ श्ब्रनाथ cशर्ष अश्श्वग्न उाइन्न आक्राब्रिउँ विश्थि श्रव्र” बाधक भूसंरक ইহ লিপিবদ্ধ করেন নাই ; কিন্তু তাছার মুখে এই গল্পও ক্রত হওয়া গিছে। ।
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।