( 4- ) করিতে অগ্রসর হইলেন (১) । এদিকে সরফরাজ খাঁর বিরুদ্ধে অভিযান করিবার জন্য দিল্লির রাজসভা হইতে মহম্মদ আলি আদিষ্ট হইলেন এবং তিনি সৈন্য সংগ্ৰহ করিয়া মুরশিদাৰাদ অভিমুখে প্রস্থান করিলেন । - - সরফরাজ খাঁ এই সমস্ত ষড়যন্ত্রের বিষয় অণুমাত্রও অবগত ছিলেন না। ব্যয়সংক্ষেপের উদেশুে হাজি মহম্মদের পরামর্শমতে তিনি ইতিপূৰ্ব্বে সৈন্তসংখ্যা হ্রাস করিয়া দিয়াছিলেন। মহম্মদ আলির সৈন্যগণ গিরীয়ার প্রাস্তরে উপস্থিত হইয়া যুদ্ধনাদ করিলে সরফরাজের নিদ্রাভঙ্গ হইল এবং তিনি সাধ্যানুসারে সৈন্য সংগ্ৰহ করিয়া বিদ্রোহী নাএবকে শিক্ষা দিবার নিমিত্ত রণক্ষেত্রে অবতীর্ণ হইলেন । নবাবের অধিকাংশ সৈন্ত জগৎশেঠের বশীভূত হইয়া অনিচ্ছার সহিত যুদ্ধে যোগদান করিয়াছিল। যুদ্ধের প্রারম্ভেই ঐ সমস্ত সৈন্ত রণক্ষেত্র পরিত্যাগপূৰ্ব্বক পলায়মান হইল। নবাব এই ঘটনায় অণুমাত্রও ভীত হইলেন না, বরং অনুচরবর্গসহ পূর্ণ উৎসাহে বিদ্রোহী শাসনকর্তার সম্মুখীন হইতে লাগিলেন। অবিলম্বে শত্রু সৈন্যগণ তাছাকে বেষ্টন করিয়া ফেলিল । সরফরাজের মাহুত স্বীয় জীবনের বিনিময়ে প্রভুর জীবন রক্ষা করিবার প্রস্তাব করিল। তিনি প্রত্যুত্তর করিলেন, আমি কখনও বিদ্রোহীকে আমার পৃষ্ঠদেশ প্রদর্শন করিব না । রণক্ষেত্রের যে স্থলে মহম্মদ আলি অবস্থান করিতেছিলেন, অগত্য মাছত সেইদিকে রাজকীয় হস্তী চালনা করিল এবং সরফরাজ খাঁ অমিততেজে যুদ্ধ (১) কেহ কেহ বলেন সরফরাজ জগৎশেঠের পুত্রবধুর সৌন্দৰ্য্যখ্যাতি শ্রবণ করিয়া ঐ বালিকাকে স্বীয় প্রাসাদে আনয়ন করতঃ দৰ্শন করেন এবং এই ঘটনায় জগৎশেঠ স্বজাতি সমাজে আপনাকে অত্যন্ত অপমানিত বোধ করিয়া মহম্মদ জালির **Rosa ston-Orme's Indoostan, Vol. IV, Page 3.
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।