পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ রাজবল্লভের পদোন্নতি আলিবর্দী খ। বাঙ্গালার সিংহাসনে আরোহণ করিলে, তদীয় দেওয়ান জানকীরাম সমরসচিবের পদে এবং রায় রায়ান আলামচাদ রাজস্বসচিবের পদে নিযুক্ত হইলেন। আলিবর্দীর দ্বিতীয় জামাত। সৈয়দ আহম্মদ এই সময় রঙ্গপুরের ফৌজদারের পদে নিযুক্ত ছিলেন । নবাব মনে মনে স্থির করিলেন, মুজ খার জামাতা মুরশিদ কুলী খাঁ উড়িষ্যা প্রদেশ হইতে বিতাড়িত হইলেই, সৈয়দ আহম্মদকে ঐ প্রদেশের শাসন-কর্তৃত্ব প্রদান করিবেন। কনিষ্ঠ জামাতা জয়নদিন আহাম্মদ বেহার প্রদেশের নাএবের পদে নিযুক্ত হইল এবং জ্যেষ্ঠ জামাতা নিবাক্টস মহম্মদ জাহাঙ্গীর নগর, ঢাকা, ইস্লামাবাদ ও চট্টগ্রামের নাএবী এবং নেজামতের দেওয়ানি পদলাভ করিল (১)। নেজামতের দেওয়ানি কাৰ্য্য নিৰ্ব্বাহ করিবার নিমিত্ত নিবাইসকে সৰ্ব্বদা মুরশিদাবাদে অবস্থান করিতে হইত ; সুতরাং আলিবর্দী তাহাকে প্রতিনিধিদ্বারা ঢাকা, ইসলামাবাদ ও চট্টগ্রাম প্রদেশ শাসন করিবার অনুমতি প্রদান করিলেন। এই সময় হোসেন কুলী ধী নিবাইসের প্রতিনিধিস্বরূপ এবং রায় গোকুলচাদ তাহার দেওয়ানস্বরূপ ঢাকায় প্রেরিত হইলেন (২) । রায় গোকুলচাদ ইতিপূৰ্ব্বে হোসেন কুলী খাঁর কৰ্ম্মচারী ছিলেন এবং হোসেন কুলী খাঁর অনুরোধ-ক্রমেই নিবাইস র্তাহাকে দেওয়ানিপদে (3) English Translation of Sair Motakharin by Haji Mostapha, vol. I, Page 345. (R) Do, Page 346 and 357.