তৃতীয় পরিচ্ছেদ রাজবল্লভের সমাজ-পতিত্ব লাভ বাঙ্গালা দেশের বৈদ্য সম্প্রদায় পঞ্চকোটি, রাঢ়, বরেন্দ্র, বঙ্গ ও পূৰ্ব্বকুল এই কয় সমাজে বিভক্ত। মানভূম, সিংহভূম, ধলভূম, বরাহভূম, শিখরভূম ও মঙ্গলকোট প্রভৃতি স্থান লইয়৷ “পঞ্চকোট” সমাজ গঠিত। এই সমস্ত স্থলের সাধারণ নাম সেনভূমি প্রদেশ এবং তথায় স্থপ্রসিদ্ধ শ্ৰীহৰ্ষ সেন রাজত্ব করিতেন। পশ্চিমে দামোদর ও রূপনারায়ণ নামক নদ, পূৰ্ব্বে ভাগীরথী, দক্ষিণে সুন্দরবন এবং উত্তরে পদ্মানদী, ষ্টছার মধ্যবৰ্ত্তী স্থল রাঢ় সমাজের অন্তর্গত। শ্ৰীখণ্ড, সাতশৈক ও সপ্তগ্রাম নামক তিন উপবিভাগে এই সমাজ বিভক্ত আছে। শ্ৰীখণ্ড সমাজ বদ্ধমানের অন্তর্গত এবং কাটোয়ার নিকটবৰ্ত্তী। সাতশৈকার উত্তরে কাটোয়া, পুৰ্ব্বে কালনা, দক্ষিণে পাণ্ডুয়, এবং পশ্চিমে বদ্ধমান । ইতিহাস-প্রসিদ্ধ সপ্তগ্রাম, ত্রিবেণী, গুপ্তিপাড়া, নটাগড়, কাঁচরাপাড়া, কুমারহট্ট, সোমড়া, মুকড়, গরিভা, বলাগড় প্রভৃতি স্থান সপ্তগ্রাম উপবিভাগের অন্তর্ভূত। করতোয় ও মহানন্দ নামক স্রোতস্বতী দ্বয়ের মধ্যবৰ্ত্তী স্থল বরেন্দ্র সমাজ নামে খ্যাত। ময়মন সিংহের পূৰ্ব্বভাগ, শ্ৰীহট্ট, চট্টগ্রাম, নোয়াখালি এবং ত্রিপুর জেলায় পূৰ্ব্বকুল সমাজ বিস্তৃত। ২৪ পরগণার নিকটবৰ্ত্তী স্থল, যশোহর, খুলন, ফরিদপুর, ঢাকা, এবং ময়মনসিংহের পশ্চিমভাগ বঙ্গসমাজের অন্তর্গত। ধন্বন্তরিবংশীয় মহারাজ রবিসেন মহামণ্ডল সমগ্র বঙ্গীয় বৈদ্য সমাজের প্রথম সমাজপতি। এই মহাত্মা বর্তমান খুলনা জিলার অন্তর্গত সেন
পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।