পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় ছত্রপতি শিবাজী ইতঃপূর্মে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি থাকাকামে শিবাজীকে সমগ্র করুণ প্রদেশ অধিকার করিয়া ভোগ করিতে আদেশ দিয়াছিলেন। কিন্তু বৃদ্ধ অধৰ্ম্ম সম্রাটু শাহজাহানকে আগ্র দুর্গে নজরবন্ধী করিয়া, তিনি যখন নিজেই সিংহাসনে চড়িয়া বসিলেন, তখন সমগ্র দক্ষিণাত্যকে অবিলম্বে উাহার পদতলে আনার প্রয়োজনীয়তা উপলব্ধি করিলেন। eशारे फॅशन छन्ह चाऽश्रु षनिन रुगा-जैश्धै। অধিকার করিল। সুবাদার আবাঙ্গী সনেও অপ্রস্তুত ছিলেন। তিনি মুঘলদের নিবারণ করিতে পারলেন না(১৬৬১ খৃঃ আঃ)। কালবৈশাখীর দিন পশ্চিম আকাশের এককোণে হস্তমুষ্টির খায় এক টুকর কালোমে কোথা হইতে আসিয়া বিনীতভাবে দেখা দেয়। খেয়ার মাৰি তাহাকে দেখিয়া হয়ত উপেক্ষার হালি হাস বাতামও তাঁহাকে দেখিয়া বোধহয় করুণা করে। তারপর যখন সে ধীরে ধীয়ে আত্মবিস্তার করিয়া, সমগ্র আকাশ ছাইয়৷ cरुरत, तिष्ठांगैौ मृशंत मूर्सिङ बन्नैनांr९: शठYष्ठतर इहांह ছাড়ে, তখন মাঝ নদীতে আসিয়া ভাওঁ মাধি মামাল যামাল ভা ছাড়ে, তীয় স্বনান প্ৰজন আলিয় তাহার সহিত বার্থ