পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ সেকালের শাসনবিড়াগ ও সরাজশাহী হইত। সময় বিশেষে ও বিশেষ বিশেষ রাজার অভিরুচিহিসাবে এক চতুৰ্থ বা এক পঞ্চমাংশও আদায় ইত ফসল ব ফসলের স্বাক্ষ দাম পাটগ-সরকারে জমা দেওয়া চলিত৷ খজুন ছাড়া বিক্রেয় পণ্যের উপর অথবা বিদেশী পর্যটকের উপরও একপ্রকার শুল্ক ধরা হইত। ীেগুলা ছিলেন 'বাড় যালোতে ও বাড় আলোতে সম্প্রদায়ের মুখপাত্র ও সর্দার। এই সম্প্রদায় দুইটি চিত্রকার শৃঙ্খলা ও নৈতিক চরিত্র জমুগ্ধ রাখা ও উহাদের অভাব-অক্তি যোগ পাটাল গোচরীভূত করা ছিল খেলার প্রধান কর্তব্য। প্রত্যেক গ্রামের পটেল, কুলক্রান ও সেগুল গ্রামের মন্ত জমি পটল ভাগের একভাগ নিম্বরতা উপভোগ করতে পাইছেন; উহাদের পৃথক মানি ছিল না। সাধারণত এই পাগুলি পুরুষানুক্রমিক ছিল। প্রত্যেক গ্রামের বাড় বালোতের মধ্যে বারোটি শ্রেণী বা জাতির এক একটি পরিবার থাকি ; বাড়াশোন্তর মধ্যেও ঠিক ঐক্ষপ। বড় বালোতের অন্তর্গ বারো জারি নাম :-(১) সূত্রধর বা ছুড়ার (২) কৰ্ম্মস্কার। (৩)মুচী ও চর্শ্বকার। (৪) 'মন্থর বা 'ধেবৃ-গ্ৰাম্য চৌকিদার ও চয়; ইহার বেশ বুদ্ধিমান ও সাহসী ছিল। (৫)মাঙ্গ-ইহার মহরার স্টাবে কার্য কড়ি ; কেহ কেহ চাবুক, লাগাম প্রভৃতি চামড়ার জিনিষ প্রস্তুত কড়ি; সম্পায় জীবিকার্জনের সুবিধান থাকিলে চুী ও ভাড়াটিয়া গুণ্ডার কার্য্য করত। ইহার বোধ হয় পরবর্তী