পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3t বাং মনী সাম্রাজ্য অধিকার করিয়া, গ্লুমস্তানের চোখের উপক বড় বড় জায়গীয় নিজের তরঙ্কে টানিয়া আনিতে লাগিলেন। কয়েক বৎসর পরে নিজামও ঠিক এইভাবে এক কৃতঘ্ন কর্মচারীর হস্তে নিহত হইলেন। যাহা হউক, নিজাম উল্পীরা লইলে, রাজমছেঞ্জার শাসনকৰ্ত্তার পদে উহার পুত্র মালেক আহমেদ বিহার উপবেশন করিয়াছিলেন। স্কুলতান মোহাম্মদ শাহের স্বভাব-চরিত্র ভাল ছিল না; তিনি অষ্টান্ত মদ্যপায়ী, দুর্বলচিত্ত্ব ও বিবেচনাহীন ছিলেন। তঁহার রাজদরবারে বড় খিলাকত, শিখ অপবাদ প্রয়ােদ ও বিবাসিন্ধাদের অন্ত ছিল না। গাওয়ামের মৃত্যুকালী নীরব অভিশাপ এই বিীণ সাম্রাজ্যের উপর একদিন কালবৈশাখীর রুদ্র ঋণ্ডু ডাকিয়া সামিল। প্রাদেশিক শাসনকর্তা একে একে খাজনা পাঠানো বন্ধ ও প্রকারাস্তরে স্বাধীনভা ঘোষণা করিলেন। cशश गिर झुम्ला गभग्न छैशः ब्राबाजीम कपशयाम DBBB BBS BBB BBS BBB BB BBBO স্বলঙান অল্পনি বরিয়া রায়ঙক্তে বসিয়াছিলেন বটে, কিন্তু তাহাদিগকে খেলার পুতুল করিয়া স্বচক্ষুর মন্ত্রী কাসেম বারিদ রাজ-পরিচালন করিজ্ঞে থাকিলেন । অবশেষে তিনিও সুযোগ পাইয়া, মন্ত্রীর মুখে খুলিয়া ফেলিয়, নিজেকে রাঙ্গ বলিয়। ঘোষণা করিলেন। < - এমনই করিয়া দক্ষিপাতের বিবৃটি বাহমানী সাম্রাজ্য ভাঙ্গিয় খণ্ড খণ্ড হইয় গেল। কয়েক বৎসর ধরিয়৷ এই খণ্ড