পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:২৭:৪০ (নারী কণ্ঠে গান)]

অখিল বিমানে
তব জয়গানে
যে সামরব
অখিল বিমানে
তব জয়গানে
বাজে সেই সুরে
সোনার নূপুরে
কি সে নব
অখিল বিমানে
তব জয়গানে

হে আলোর আলো
তিমির মিলালো
হে আলোর আলো
তিমির মিলালো
তব জ্যোতি সুধা
চেতনা বিলালো
রাগিণী দেশীরে
গাহিল মধুরে
সে বৈভব
অখিল বিমানে
তব জয়গানে
যে সামরব
অখিল বিমানে
তব জয়গানে
অখিল বিমানে
তব জয়গানে