পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:০১:০২ (নারী কণ্ঠে গান)]

বিমানে বিমানে আলোকের গানে
জাগিল ধ্বনি
বিমানে বিমানে
তব বীণা তারে সে সুর বিহারে
কি জাগরণী
বিমানে বিমানে

অরুণরবি যে নিখিল রাঙালো
অরুণরবি যে নিখিল রাঙালো
পূর্ব আঁচলে তন্দ্রা ভাঙালো
রাঙা হিল্লোলে ধরণী যে দোলে
রাঙা হিল্লোলে ধরণী যে দোলে
নূপুররণি
বিমানে বিমানে

অন্তর বীণে তরুণ প্রাতের অমৃত রবে
অন্তর বীণে তরুণ প্রাতের অমৃত রবে
আছে যে ঘুমায়ে সে বাণী ঘনায়ে
তুলিলে নাভে
সে আলোর ধারা বন্ধনহারা
তলায়ে যাবে
গীতহীন তারা
গাহি যে তোমার মোহন মায়ার
কি আগমনী
বিমানে বিমানে