পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:০৫:৪৮ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

দেবীর অক্ষয় কৃপাকণা পেয়ে সপ্তলোক আনন্দিত। এখন দেবীর আগমনহেতু প্রকৃতির উৎসব সঙ্গীতে ত্রিজগতের আনন্দ পরিপূর্ণ। প্রথম কল্পে দেবী কাত্যায়াননন্দিনী কাত্যায়নী অষ্টাদশভুজা উগ্রচণ্ডারূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় কল্পে ষোড়শভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় ঐ বর্তমানকল্পে দশভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। মহিষাসুরমর্দিনী মা’র তিনদিন পূজার উৎসব নিখিল ধরণীতে এই বার্তা প্রচারিত হল।