পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:২৭:১৫ (পুরুষ কণ্ঠে গান)]

আকাশ যে মধুময় ছন্দে
শেফালিকা গন্ধে
শারদারে অন্তরে বন্দে
শঙ্খের রণনে বন্দে
শঙ্খের রণনে
আকাশ যে মধুময় ছন্দে

পুলকিত মালতীর কুঞ্জে
আগমনী গুঞ্জে
প্রকৃতি যে রচে প্রীতি পুঞ্জে
রৌরব বরণে
শারদারে অন্তরে বন্দে
শঙ্খের রণনে বন্দে
শঙ্খের রণনে
আকাশ যে মধুময় ছন্দে

তিমিরেরও নাগপাশ লুপ্ত
রবি হল মুক্ত
জেগে ওঠে রহে যাহা সুপ্ত
শুভ্রেরও আলোকে
আজই মহা অম্বর নিত্য
লভি জ্যোতিবৃত্ত
বন্দনাগানে ভরে চিত্ত
শান্তির পুলকে
শারদারে অন্তরে বন্দে
শঙ্খের রণনে বন্দে
শঙ্খের রণনে
আকাশ যে মধুময় ছন্দে