পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:০৭:৪৭ (নারী কণ্ঠে গান)]

বাজলো তোমার আলোর বেণু
মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু

আজ প্রভাতে সে সুর শুনে
খুলে দিনু মন
বাজলো বাজলো
বাজলো তোমার আলোর বেণু

অন্তরে যা লুকিয়ে রাজে
অরুণ বীণায় সে সুর বাজে
এই আনন্দ যজ্ঞে সবার
মধুর আমন্ত্রণ
মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু

আজ সমীরণ আলোয় পাগল
নবীন সুরের বীণায়
আজ শরতের আকাশবীণায়
গানের মালা বিলায়
তোমায় হারা জীবন মম
তোমারো আলোয় নিরুপম
ভোরের পাখি ওঠে গাহি
তোমারি বন্দন
মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু