পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:১১:২৬ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

হে ভগবতী মহামায়া
তুমি ত্রিগুণাত্মিকা
তুমি রজোগুণে ব্রহ্মার গৃহিণী বাগ্‌দেবী
সত্ত্বগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী
তমোগুণে শিবের বণিতা পার্বতী
আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া
অপার মহিমময়ী পরব্রহ্মমহিষী
অখিল চরাচরে মহিষাসুরমর্দিনী দুর্গার পূজা বৈভব পরিব্যাপ্ত
আজ শারদ সূর্যকিরণে তাঁর কান্তি বিশ্বপ্রকৃতির শোভারূপে সর্বব্যাপিনী
এই উষালগ্নে হে মহাদেবী
তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল
আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে
হে অমৃতজ্যোতি মোহনাশিনী
জাগো জাগো