পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:১২:৪১ (পুরুষ কণ্ঠে গান)]

মোহ আবরণ তোলো
মোহ আবরণ তোলো
জাগো জাগো আলোকবরণী
মোহ আবরণ তোলো
হৃদয়বীণা বাজাও বাজাও
স্তব নব জাগরণে
মোহ আবরণ তোলো

আকাশে রাগিনী জাগিছে পুলকে
অনাহত রবে
আকাশে রাগিনী জাগিছে পুলকে
অনাহত রবে
শিবানী সোনার বরণ মন্ত্র
জ্যোতিনির্মলভবে
অমৃতময়ী জীবনবীণা
শুনায়ে চরণধ্বনি
অমৃতময়ী জীবনবীণা
শুনায়ে চরণধ্বনি
তব বৈভব
তব বৈভব
পূজাব রবে
রচে অঞ্জনে ধরণী
মোহ আবরণ তোলো
জাগো জাগো আলোকবরণী
মোহ আবরণ তোলো