পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আহ্বান

কোথা আছ? ডাকি আমি। শােনাে শােনাে আছে প্রয়ােজন
একান্ত আমারে তব। আমি নহি তােমার বন্ধন;
পথের সম্বল মাের প্রাণে। দুর্গমে চ’লেছ তুমি
নীরস নিষ্ঠুর পথে—উপবাস-হিংস্র সেই ভূমি
আতিথ্যবিহীন; উদ্ধৃত নিষেধ-দণ্ড রাত্রিদিন
উদ্যত করিয়া আছে ঊর্দ্ধপানে। আমি ক্লান্তিহীন
সেই সঙ্গ দিতে পারি, প্রাণবেগে বহন যে করে
শুশ্রূষার পূর্ণশক্তি আপনার নিঃশঙ্ক অন্তরে,
যথা রুক্ষ রিক্তবৃক্ষ শৈলবক্ষ ভেদি অহরহ
দুর্দ্দাম নির্ঝরে ঢালে দুর্ণিবার সেবার আগ্রহ;
শুকায় না রসবিন্দু প্রখর নির্দ্দয় সূর্য্যতেজে;
নীরস প্রস্তরতলে দৃঢ়বলে রেখে দেয় সে-যে
অক্ষয় সম্পদরাশি। সহাস্য উজ্জ্বল গতি তা’র
দুর্য্যোগে অপরাজিত, অবিচল বীর্য্যের আধার॥


১৬ ভাদ্র, ১৩৩৫
৮৪