পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বাপী

দিন শেষ হ’লো, চ’লে যেতে হ’লো একা,
বলিনু তোমারে, আরবার হবে দেখা,
শুনে হেসেছিলে হাসিখানি ম্লান,
তরুণ হৃদয়ে যেন তুমি জানো
অসীমের বুকে অনাদি বিষাদখানি
আছে সারাখন মুখে আবরণ টানি’॥

তার পরে কত দিন চ’লে গেল মিছে
একটি দিনের দলিয়া পায়ের নীচে।
বহু পরে যবে ফিরিলাম, প্রিয়ে,
এ-পথে আসিতে দেখি চমকিয়ে
আছে সেই কূপ, আছে সে যুগলতরু
তুমি নাই, আছে তৃষিত স্মৃতির মরু॥

এ কূপের তলে মোর যক্ষের ধন
একটি দিনের দুর্লভ সেইক্ষণ
চিরকাল ভরি’ রহিল লুকানো,
ওগো অগোচরা জানো নাহি জানো;
আর কোনো দিনে অন্য যুগের প্রিয়া
তা’রে আর কারে দিবে কি উদ্ধারিয়া?

১৬ ভাদ্র, ১৩৩৫
৮৭