পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

তোর সুরাপাত্র হ’তে বন্যনারী
সম্বল সংগ্রহ করে পূণিমার নৃত্য-মত্ততারি।
রে অটল, রে কঠিন,
কেমনে গোপনে রাত্রিদিন
তরল যৌবনবহ্ণি মজ্জায় রাখিয়াছিলি ভ’রে!
কানে কানে কহি তোরে
বধূরে যেদিন পাবো, ডাকিব মহুয়া নাম ধ’রে

১৮ ভাদ্র, ১৩৩৫
৯০