পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

কেন তা’র চিত্তাকাশে সারা বেলা
পাগল হাওয়ার এই এলোমেলো খেলা!
আপনি সে পারে না বুঝিতে
যেদিকে চলিতে চায় কেন তা’র চলে বিপরীতে!
গভীর অন্তরে
যেন আপনার অগোচরে
আপনার সাথে তা’র কি আছে বিরোধ,
অন্যেরে আঘাত করে আত্মঘাতী ক্রোধ;
মুহূর্ত্তেই বিগলিত করুণায়
অপমানিতের পায়
প্রাণমন দেয় ঢালি,—
—নাম কি হেঁয়ালি?


১০০