পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

নাগরী

ব্যঙ্গ-সুনিপুণা,
শ্লেষবাণ-সন্ধান-দারুণা!
অনুগ্রহ-বর্ষণের মাঝে
বিদ্রুপ-বিদ্যুৎঘাত অকস্মাৎ মর্ম্মে এসে বাজে।
সে যেন তুফান
যাহারে চঞ্চল করে সে তরীকে করে খান্‌খান্
অট্টহাস্য আঘাতিয়া এপাশে ওপাশে
প্রশ্রয়ের বীথিকায় ঘাসে ঘাসে
রেখেছে সে কণ্টক-অঙ্কুর বুনে বুনে;
অদৃশ্য আগুনে
কুঞ্জ তা’র বেড়িয়াছে;
যারা আসে কাছে
সব থেকে তা’রা দূরে রয়;
মোহমন্ত্রে যে-হৃদয়
করে জয়
তারি ’পরে অবজ্ঞায় দারুণ নির্দ্দয়।

১০৬