এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আশীর্ব্বাদ
পথ কে দেখালো এই পথিকেরে তাহা আমি জানি,
ওই চক্ষুতারা তা’রে দ্বারে দিল আনি’।
যে-সুর নিভৃতে ছিল প্রাণে
কেমনে তা শুনেছিলো কানে,
তোমার হৃদয়কুঞ্জে যে-ফুল ছায়ায় ছিল ফুটে’,
তাহার অমৃতগন্ধ গিয়েছিলো বন্ধ তা’র টুটে॥
যদি পারিতাম আজি অলকার দ্বারীরে ভুলায়ে
হরিয়া অমূল্য মণি অলকেতে দিতাম দুলায়ে।
তবু মোর মন মোরে কহে
সে-দান তোমার যোগ্য নহে,
তোমার কমলবনে দিব আনি’ রবির প্রসাদ,
তোমার মিলনক্ষণে সঁপিব কবির আশীর্ব্বাদ॥
আশ্বিন (?), ১৩৩৫
১৩৫