পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

আজি বসন্ত চিরবসন্ত হোক্,
চিরসুন্দরে মজুক্ তোমার চোখ।
প্রেমের শান্তি চিরশান্তির বাণী
জীবনের ব্রতে দিনে রাতে দিক্ আনি’,
সংসারে তব নামুক্ অমৃতলোক॥

আশ্বিন (?), ১৩৩৫
১৪০