পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বিদায়

হেথা মোর তিলে তিলে দান,
করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হ’তে মম
ওগো তুমি নিরুপম,
হে ঐশ্বর্য্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান;
গ্রহণ ক’রেছো যত ঋণী তত ক’রেছো আমায়,
হে বন্ধু, বিদায়॥

* আষাঢ়, ১৩৩৫
১৫৯