এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া
বসন্তে মাঘের অন্তে আম্রবনে মুকুল-মত্ততা
মধুর গুঞ্জনে মিশি’ আনে কোন্ কানে কানে কথা।
মোর নাম তব কণ্ঠে ডাকা
শান্ত আজি তাপক্লান্ত দিনান্তের মৌন দিয়ে ঢাকা॥
সঙ্গহীন স্তব্ধতার সুগম্ভীর নিবিড় নিভৃতে
বাক্যহারা চিত্তে মোর এতদিনে পাইনু শুনিতে,
তুমি কবে মর্ম্মমাঝে পশি’
আপন মহিমা হ’তে রেখে গেলে বাণী মহীয়সী॥
২৬ আষাঢ়, ১৩৩৫
১৬৬