পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অবশেষ

বাহির পথে বিবাগী হিয়া
কিসের খোঁজে গেলি,
আয়রে ফিরে আয়।
পুরানো ঘরে দুয়ার দিয়া,
ছেঁড়া আসন মেলি’
বসিবি নিরালায়।
সারাটা বেলা সাগর ধারে
কুড়ালি যত নুড়ি,
নানারঙের শামুক ভারে
বোঝাই হ’লো ঝুড়ি,
লবণ পারাবারের পারে
প্রখর তাপে পুড়ি’
মরিলি পিপাসায়;
ঢেউয়ের দোল তুলিল রোল
অকূলতল জুড়ি’,
কহিল বাণী কী জানি কী ভাষায়।
আয়রে ফিরে আয়॥

১৭১