এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বােধন
মাঘের সূর্য্য উত্তরায়ণে
পার হ’য়ে এলো চলি’,
তা’র পানে হায় শেষ চাওয়া চায়
করুণ কুন্দকলি।
উত্তর বায় একতারা তা’র
তীব্র নিখাদে দিল ঝঙ্কার,
শিথিল যা ছিল তা’রে ঝরাইল
গেল তা’রে দলি’ দলি’
শীতের রথের ঘূর্ণি ধূলিতে
গোধুলিরে করে ম্লান।
তাহারি আড়ালে নবীন কালের
কে আসিছে সে কি জানো?
বনে বনে তাই আশ্বাসবাণী
করে কানাকানি “কে আসে কি জানি,”
বলে মর্ম্মরে “অতিথির তরে
অর্ঘ্য সাজায়ে আনো।”