পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মাধবী

বসন্তের জয়রবে
দিগন্ত কাঁপিল যবে
মাধবী করিল তা’র সজ্জা।
মুকুলের বন্ধ টুটে
বাহিরে আসিল ছুটে
ছুটিল সকল তা’র লজ্জা।
অজানা পান্থের লাগি’
নিশি নিশি ছিল জাগি’
দিনে দিনে ভ’রেছিলাে অর্ঘ্য
কাননের এক ভিতে
নিভৃত পরাণটিতে
রেখেছিলো মাধবীর স্বর্গ।
ফাল্গুন পবন-রথে
যখন বনের পথে
জাগালো মর্ম্মর কলছন্দ
মাধবী সহসা তা’র
সঁপি দিল উপহার,
রূপ তা’র, মধু তা’র, গন্ধ॥


দোলপূর্ণিমা, ১৩৩৪
১০