এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রত্যাশা
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
ক্লান্তিবিহীন ফুল-ফোটানোর খেলা!
ক্ষান্ত-কূজন শান্ত বিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি’-
“এসেছে কি?”
আর বছরেই এম্নি দিনেই ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
নাচের মাতন লাগ্লো শিরীষ ডালে,
স্বর্গপুরের কোন্ নূপুরের তালে!
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিলো,—“শুনাও দেখি,
আসেনি কি?”
১২