এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রত্যাশা
আবার কখন্ এম্নি দিনেই ফাগুন মাসে
কী আশ্বাসে
ডালগুলি তা’র রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণশব্দে মেতে!
প্রত্যহ তা’র মর্মর স্বর ব’ল্বে আমায় কী বিশ্বাসে
“সে কি আসে?”
প্রশ্ন জানাই পুষ্প-বিভোর ফাগুন মাসে
কী আশ্বাসে,
হায় গো আমার ভাগ্যরাতের তারা,
নিমেষ-গণন হয় না কি মোর সারা?
প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো,
“সে কি এলো?”
২৩ শ্রাবণ, ১৩৩৫
১৩