এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অর্ঘ্য
আজ যেন পায় নয়ন আপন
নতুন জাগা।
আজ আসে দিন প্রথম দেখার
দোলন লাগা।
এই ভুবনের একটি অসীম কোণ,
যুগল প্রাণের গোপন পদ্মাসন,
সেথায় আমায় ডাক দিয়ে যায়
নাই জানা কে,
সাগরপারের পান্থপাখীর
ডানার ডাকে॥
চ’ল্বো ডালায় আলোকমালায়
প্রদীপ জ্বেলে,
ঝিল্লি-ঝনন অশোকতলায়
চমক মেলে।
আমার প্রকাশ নতুন বচন ধ’রে,
আপ্নাকে আজ নতুন রচন ক’রে,
ফাগুন-বনের গুপ্ত ধনের
আভাস-ভরা;
রক্তদীপন প্রাণের আভায়
রঙীন করা॥
১৫