এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
উপহার
মণিমালা হাতে নিয়ে
দ্বারে গিয়ে
এসেছিনু ফিরে
নতশিরে।
ক্ষণতরে বুঝি
বাহিরে ফিরেছি খুঁজি’
হায়রে বৃথাই
বাহিরে যা’ নাই।
ভীরু মন চেয়েছিলো ভুলায়ে জিনিতে,
হীরা দিয়ে হৃদয় কিনিতে।
এই পণ মোর,
সমস্ত জীবন ভোর
দিনে দিনে দিব তা’র হাতে তুলি’
স্বর্গের দাক্ষিণ্য হ’তে আসিবে যে-শ্রেষ্ঠ ক্ষণগুলি;
২০