এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শুভযােগ
শিমূল পাগল হ’য়ে মাতে,
অজস্র ঐশ্বর্যভার ভ’রে তা’র দরিদ্র শাখাতে,
পাত্র করি’ পূরা
আকাশে আকাশে ঢালে রক্ত-ফেন সুরা।
উচ্ছ্বসিত সে-এক নিমেষে
যা-কিছু বলার ছিল ব’লেছি নিঃশেষে॥
২৪ শ্রাবণ, ১৩৩৫
২৩