পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মায়া

চিত্তকোণে ছন্দে তব
বাণীরূপে
সঙ্গোপনে আসন লবো
চুপে চুপে।
সেইখানেতেই আমার অভিসার,
যেথায় অন্ধকার
ঘনিয়ে আছে চেতন বনের
ছায়াতলে,
যেথায় শুধু ক্ষীণ জোনাকির
আলো জ্বলে॥

সেথায় নিয়ে যাবো আমার
দীপশিখা,
গাঁথ্‌বো আলো-আঁধার দিয়ে
মরীচিকা।
মাথা থেকে খোঁপার মালা খুলে
পরিয়ে দেবো চুলে;
গন্ধ দিবে সিন্ধুপারের
কুঞ্জবীথির,
আন্‌বে ছবি কোন্ বিদেশের
কী বিস্মৃতির॥

২৪