পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শুকতারা

সুন্দরী ওগো শুকতারা,
রাত্রি না যেতে এসো তূর্ণ!
স্বপ্নে যে-বাণী হ’লো হারা
জাগরণে করো তা’রে পূর্ণ।

নিশীথের তল হ’তে তুলি’
লহো তা’রে প্রভাতের জন্য।
আঁধারে নিজেরে ছিল ভুলি’
আলোকে তাহারে করো ধন্য।

যেখানে সুপ্তি হ’লো লীনা,
যেথা বিশ্বের মহামন্দ্র,
অপিনু সেথা মোর বীণা
আমি আধো-জাগ্রত চন্দ্র॥

আষাঢ়, ১৩৩৫
২৯