পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অসমাপ্ত

বোলো তা’রে, বোলো,
এতদিনে তা’রে দেখা হ’লো।
তখন বর্ষণ শেষে
ছুঁয়েছিলো রৌদ্র এসে
উন্মীলিত গুল্-মোরের থোলো।
বনের মন্দির মাঝে
তরুর তম্বুরা বাজে,
অনন্তের উঠে স্তবগান,
চক্ষে জল ব’হে যায়,
নম্র হ’লো বন্দনায়
আমার বিস্মিত মনপ্রাণ॥


দেবতার বর
কত জন্ম কত জন্মান্তর
অব্যক্ত ভাগ্যের রাতে
লিখিছে আকাশ পাতে
এ-দেখার আশ্বাস-অক্ষর।

৩৮