এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া
আজি অকারণ মুখর বাতাসে
যুগান্তরের সুর ভেসে আসে,
মর্ম্মরস্বরে বনের ঘুচিল
মনের ভার,—
যেমনি ভাঙিল বাণীর বন্ধ,
উচ্ছ্বসি’ উঠে নূতন ছন্দ,
সুরের সাহসে আপনি চকিত
বীণার তার॥
২৭ শ্রাবণ, ১৩৩৫