পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



অচেনা

রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কী ক’রে,
যতক্ষণ চিনি নাই তোরে?
কোন্‌ অন্ধক্ষণে
বিজড়িত তন্দ্রাজাগরণে
রাত্রি যবে সবে হয় ভোর,
মুখ দেখিলাম তোর।
চক্ষু’পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে
আছ আত্ম-বিস্মৃতির কোণে?


তোর সাথে চেনা
সহজে হবে না,
কানে কানে মৃত্যু কণ্ঠে নয়।
ক’রে নেবো জয়
সংশয়-কুষ্ঠিত তোর বাণী;
দৃপ্ত বলে লবো টানি’
শঙ্কা হ’তে, লজ্জা হ’তে, দ্বিধাদ্বন্দ্ব হ’তে
নির্দ্দয় আলোতে।

৪৩