পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া


নিঠুর তপে মন্ত্র জপে নীরব আনিমেষে
দহনজয়ী সন্ন্যাসীর বেশে।
দিনের পরে যায় রে দিন, রাতের পরে রাতি,
শ্রবণ রহে পাতি।
কঠিনতর যবে সে-পণ দারুণ উপবাসে
এমন কালে হঠাৎ কবে আসে
উদার অকৃপণ
আষাঢ় মাসে সজল শুভখণ;
পূর্ব্বগিরি-আড়াল হ’তে বাড়ায় তা’র পাণি,
করিয়ো ক্ষমা, করিয়ো ক্ষমা, গুমরি’ উঠে বাণী,
নমিয়া পড়ে নিবিড় মেঘরাশি,
অশ্রুবারি বন্যা নামে ধরণ যায় ভাসি’॥


ফিরালে মোরে মুখ!
এ শুধু মোরে ভাগ্য করে ক্ষণিক কৌতুক।
তোমার প্রেমে আমার অধিকার
অতীত যুগ হ’তে সে জেনে লিখন বিধাতার।
অচল গিরিশিখর ’পরে সাগর করে দাবী,
ঝরনা পড়ে নাবি’।

8৬