পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

পরিচয়

তখন বর্ষণহীন অপরাহ্ণ মেঘে
শঙ্কা ছিল জেগে;
ক্ষণে ক্ষণে তীক্ষ্ণ ভর্ৎসনায়
বায়ু হেঁকে যায়;
শূন্যে যেন মেঘচ্ছিন্ন রৌদ্ররাগে পিঙ্গল জটায়
নারদ হানিছে ক্রোধ রক্তচক্ষু কটাক্ষচ্ছটায়


সে-দুর্য্যোগে এনেছিনু তোমার বৈকালী,
কদম্বের ডালি
বাদলের বিষন্নছায়াতে
গীতহারা প্রাতে
নৈরাশ্যজয়ী সে ফুল রেখেছিলো কাজল প্রহরে
রৌদ্রের স্বপনছবি রোমাঞ্চিত কেশরে কেশরে॥


মন্থর মেঘেরে যবে দিগন্তে ধাওয়ায়
পূবন হওয়ায়,
কাঁদে বন শ্রাবণের রাতে
প্লাবনের ঘাতে,

৫৪