পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা
রক্তে মোর জাগে রুদ্র বীণা!
উত্তরিয়া জীবনের সর্ব্বোন্নত মুহূর্ত্তের ’পরে
জীবনের সর্ব্বোত্তম বাণী যেন ঝরে
কণ্ঠ হ’তে
নির্ব্বারিত স্রোতে।
যাহা মোর অনির্ব্বচনীয়
তা’রে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়।
সময় ফুরায় যদি, তবে তা’র পরে
শান্ত হোক্ সে-নির্ঝর নৈঃশব্দ্যের নিস্তব্ধ সাগরে।

৭ ভাদ্র, ১৩৩৫
৬২