পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১০
বধূ

‘কিছুতে নাহি তোষ,   এ তো বিষম দোষ,
গ্রাম্যবালিকার স্বভাব ও যে।
স্বজন প্রতিবেশী   এত যে মেশামেশি,
ও কেন কোণে বসে নয়ন বোজে?’

কেহ বা দেখে মুখ, কেহ বা দেহ—
কেহ বা ভালো বলে, বলে না কেহ।
ফুলের মালাগাছি  বিকাতে আসিয়াছি—
পরখ করে সবে, করে না স্নেহ।

সবার মাঝে আমি ফিরি একেলা।
কেমন করে কাটে সারাটা বেলা!
ইঁটের ’পরে ইঁট,   মাঝে মানুষ-কীট;
নাইকো ভালোবাসা, নাইকো খেলা।

কোথায় আছ তুমি কোথায় মা গো,
কেমনে ভুলে তুই আছিস হাঁ গো!
উঠিলে নবশশী   ছাদের ’পরে বসি
আর কি উপকথা বলিবি না গো!
হৃদয়বেদনায়    শূন্য বিছানায়
বুঝি, মা, আঁখিজলে রজনী জাগো—
কুসুম তুলি লয়ে   প্রভাতে শিবালয়ে
প্রবাসী তনয়ার কুশল মাগো।