পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫৬
নিন্দুকের প্রতি নিবেদন

উঠিতেছে কত কণ্টকলতা,
ফুলে পল্লবে ঢাকে—
গভীর গোপন বেদনা-মাঝারে
শিকড় আঁকড়ি থাকে;
জীবনে যে সাধ হয়েছে বিফল
সে সাধ ফুটিছে গানে—
মরীচিকা রচি মিছে সে তৃপ্তি,
তৃষ্ণা কাঁদিছে প্রাণে।
এনেছি তুলিয়া পথের প্রান্তে
মর্মকুসুম মম—
আসিছে পান্থ, যেতেছে লইয়া
স্মরণচিহ্নসম।
কোনো ফুল যাবে দুদিনে ঝরিয়া,
কোনো ফুল বেঁচে রবে,
কোনো ছোটো ফুল আজিকার কথা
কালিকার কানে কবে।


তুমি কেন, ভাই, বিমুখ এমন,
নয়নে কঠোর হাসি—
দূর হতে যেন ফুঁসিছ সবেগে
উপেক্ষা রাশি রাশি।
কঠিন বচন জরিছে অধরে
উপহাস-হলাহলে—