পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬২
কবির প্রতি নিবেদন

মূর্খ, দম্ভভরা দেহ,
তোমারে করিয়া যায় স্নেহ।
হাত বুলাইয়া পিঠে  কথা বলে মিঠে মিঠে,
‘শাবাশ’ ‘শাবাশ’ বলে কেহ।

হায় কবি, এত দেশ ঘুরে
আসিয়া পড়েছ কোন্ দূরে!
এ যে কোলাহলমরু—   নাই ছায়া, নাই তরু—
যশের কিরণে মরো পুড়ে।

দেখো হোথা নদী পর্বত,
অবারিত অসীমের পথ।
প্রকৃতি শান্তমুখে   ছুটায় গগনবুকে
গ্রহতারাময় তার রথ।

সবাই আপন কাজে ধায়,
পাশে কেহ ফিরিয়া না চায়।
ফুটে চিররূপরাশি,   চিরমধুময় হাসি,
আপনারে দেখিতে না পায়।

হোথা দেখো— একেলা আপনি
আকাশের তারা গণি গণি
ঘোর নিশীথের মাঝে  কে জাগে আপন কাজে,
সেথায় পশে না কলধ্বনি!