পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কবির প্রতি নিবেদন
১৬৩

দেখো হোথা নূতন জগৎ,
ওই কারা আত্মহারাবৎ—
যশ-অপযশ-বাণী  কোনো কিছু নাহি মানি
রচিছে সুদূর ভবিষ্যৎ।

ওই দেখো, না পূরিতে আশ
মরণ করিল কারে গ্রাস—
নিশি না হইতে সারা   খসিয়া পড়িল তারা,
রাখিয়া গেল না ইতিহাস।

ওই কারা গিরির মতন
আপনাতে আপনি বিজন—
হৃদয়ের স্রোত উঠি   গোপন আলয় টুটি
দূর দূর করিছে মগন।

ওই কারা বসে আছে দূরে
কল্পনা-উদয়াচল-পুরে—
অরুণ-প্রকাশ প্রায়   আকাশ ভাসিয়া যায়
প্রতিদিন নব নব সুরে।

কোথা উঠে নবীন তপন,
কোথা হতে বহিছে পবন।
হোথা চির ভালোবাসা,  নব গান, নব আশা—
অসীম বিরামনিকেতন।