এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৮৮
মানসী
ধর্মপ্রচার
এই কবিতায় বর্ণিত ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়
কলিকাতার এক বাসায়:
ওই শোনো, ভাই বিশু,
পথে শুনি ‘জয় যিশু’!
কেমনে এ নাম করিব সহ্য
আমরা আর্যশিশু।
কূর্ম কল্কি স্কন্দ
এখন করো তত বন্ধ।
যদি যিশু ভজে রবে না ভারতে
পুরাণের নামগন্ধ।
ওই দেখো, ভাই, শুনি—
যাজ্ঞবল্ক্য মুনি
বিষ্ণু হারীত নারদ অত্রি
কেঁদে হল খুনোখুনি!
কোথায় রহিল কর্ম,
কোথা সনাতন ধর্ম।
সম্প্রতি তবু কিছু শোনা যায়
বেদ-পুরাণের মর্ম।