এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৯৪
ধর্মপ্রচার
‘যদি চাস তুই ইষ্ট
বল মুখে বল্ কৃষ্ট।’
‘ধন্য হউক তোমার নাম,
দয়াময় যিশুখৃস্ট।’
‘তবে-রে, লাগাও লাঠি
কোমরে কাপড় আঁটি।’
‘হিন্দুধর্ম হউক রক্ষা,
খৃস্টানি হোক মাটি!’
প্রচারকের মাথায় লাঠিপ্রহার। মাথা ফাটিয়া রক্তপাত।
রক্ত মুছিয়া:
প্রভু তোমাদের করুন কুশল,
দিন তিনি শুভমতি।
আমি তাঁর দীন অধম ভৃত্য,
তিনি জগতের পতি।
‘ওরে শিবু, ওরে হারু,
ওরে ননি, ওরে চারু,
তামাশা দেখার এই কি সময়—
প্রাণে ভয় নেই কারু?’
‘পুলিস আসিছে গুঁতা উঁচাইয়া,
এইবেলা দাও দৌড়!’