পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মানসী
২১৫

আশঙ্কা

কে জানে, এ কি ভালো!
আকাশ-ভরা কিরণধারা
আছিল মোর তপন তারা,
আজিকে শুধু একেলা তুমি
আমার আঁখি-আলো—
কে জানে, এ কি ভালো!

কত-না শোভা, কত-না সুখ,
কত-না ছিল অমিয়মুখ,
নিত্যনব পুষ্পরাশি
ফুটিত মোর দ্বারে—
ক্ষুদ্র আশা, ক্ষুদ্র স্নেহ,
মনের ছিল শতেক গেহ,
আকাশ ছিল, ধরণী ছিল
আমার চারি ধারে—
কোথায় তারা, সকলে আজি
তোমাতেই লুকালো।
কে জানে, এ কি ভালো!

কম্পিত এ হৃদয়খানি
তোমার কাছে তাই।