পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৩৬
আগন্তুক

তার পরে কেহ জান কি তোমরা
কী হইল তার শেষে?
কোন্ দেশ হতে এসে চলে গেল
কোন্ গৃহহীন দেশে?

সােলাপুর ৫ ভাদ্র ১৮৯০